বঙ্গবন্ধুর সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ সদর উপজেলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ও পৌর ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তারা সকলে বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ সদর উপজেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম রানা, যুগ্ম আহবায়ক ফেরদাউস মোল্লা, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখার আহবায়ক হেলাল মোল্লা, যুগ্ম আহবায়ক আবু তাহের, পৌর শাখার আহবায়ক নাঈম হোসেন লিয়ন, যুগ্ম আহবায়ক ইসমত পাশা হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/