গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গোপালগঞ্জের ঘোনাপাড়ায় অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড় এলাকায় অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং ট্রমা সেন্টারের সম্মুখে সড়ক বিভাগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যৌথ অভিযানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এ অভিযানের নেতৃত্ব দেন গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান।
এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সার্ভেয়ার শিবলী সাদিক সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যরা সহযোগিতা করেন। অভিযানে ২০/২৫ টি অবৈধ দোকান- ঘর ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেবি/ আরএইচ/