ফুলবাড়ীয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ফুলবাড়ীয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় নতুন ভোটার তালিকার হালনাগাদের ছবি তোলা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়োজিত নতুন ভোটার তালিকার হালনাগাদের ছবি তোলা কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়াজেদ আলী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আলী মিরু, নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমনসহ পৌর কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 

নতুন ভোটার তালিকার হালনাগাদের ছবি তোলা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ভোটারদের ফুল দিয়ে স্বাগত জানান পৌর মেয়র মো. মাহমুদ আলম মিটন। 

জেবি/ আরএইচ/