কুমিল্লা মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
এম এ বাশার কুমিল্লা: কুমিল্লা সদরে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ত্রিশ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, গাড়ীর চালক মো. নূর নবী (২৭) ও আরোহী সাদ্দাম হোসেন (৩৫)।
গত শুক্রবার কুমিল্লা সদরের কাপ্তান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. সাদ্দাম এবং মো. নুর নবী জানায়, তারা উভয়েই গাঁজা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত গাঁজা সরবরাহের জন্য অদ্য তারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানায়।
এ ঘটনায় ডিবির এস.আই তুষ্ট লাল বিশ্বাস বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।
জেবি/ আরএইচ/