ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে আ. খালেক চিনু মন্ডলকে সভাপতি ও সোলজার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন।
গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) হলোখানা দ্বিমূখি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাউন্সিলে হলোখানা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আ. খালেক চিনু মণ্ডলের সভাপতিত্বে কুড়িগ্রাম সদর আওয়ামী লীগের সভাপতি এ.টি.এম আকতার হোসেন (চিনু) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কাউন্সিলে আরও বক্তব্য রাখেন সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ মজনুসহ জেলা আওয়ামী লীগ ও সদর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি এ.টি.এম আকতার হোসেন (চিনু) সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
জেবি/ আরএইচ/