নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে বালু উত্তোলনের অভিযোগ

নিয়মনীতির তোয়াক্কা না করেই গোপালগঞ্জে ক্ষমতার অপব্যবহার করে পুকুর সংস্কারের নামে সরকারি পুকুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেন নামের এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। 

জানা গেছে, গোপালগঞ্জের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়কের কুয়াডাঙ্গা নামক স্থানে সওজের আবাসিক এলাকার বড় পুকুরটি সংস্কারের নামে তিনি বেশ কয়েকদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে চলেছেন। এতে পুকুর সংলগ্ন বঙ্গবন্ধু সড়কের উত্তর-দক্ষিণ দিকসহ পূর্ব -পশ্চিম দিকের সড়ক দুটো যে কোন সময় ভূমি ধসে পতিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে ওই এলাকায় গিয়ে অবৈধ ড্রেজার মেশিনটি দেখতে পান। শনিবার সরকারি ছুটিতে অফিস বন্ধ থাকায় এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ হোসেনের মুঠোফোনে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে সরকারি পুকুর খননে উপজেলা প্রশাসনের কোন অনুমতি নিয়েছেন কি-না? জানতে চাইলে তিনি রোববার তার দপ্তরে দেখা করার অনুরোধ জানান।

এ বিষয়ে গোপালগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান জানান, ড্রেজার মেশিন দিয়ে সওজ'র সরকারি পুকুর খননের বিষয়ে সওজ কর্তৃপক্ষ কোন অনুমতি নেয়নি। 

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহসিন উদ্দিন এবিষয়ে গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জের ব্যস্ততম বঙ্গবন্ধু সড়ক সংলগ্ন সওজ'র সরকারি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি আপনার মাধ্যমেই জেনেছি। সওজ কর্তৃপক্ষ বালু উত্তোলনের ব্যাপারে উপজেলা প্রশাসনের কোন অনুমতি নেয়নি। 

জেবি/ আরএইচ/