বকশীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জামালপুরের বকশীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. সিদ্ধেসর সাহা, সাধারণ সম্পাদক অনুপ কুমার সেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
সভায় ১৩ টি পূজা মন্ডপের প্রতিনিধিরা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গোৎসব যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। সকলকে ধর্মীয় রীতিনীতি মেনে চলার আহ্বান জানানো হয়।
জেবি/ আরএইচ/