নবাবগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুইশ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোনায়েম (৩৪) ও মো. মাসুদ পারভেজ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
নবাবগঞ্জ থানা পুলিশ জানান, মোনায়েম ও মাসুদ পারভেজ নামের দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত তাদের নিজ এলাকাসহ ঢাকা জেলার বিভিন্ন উপজেলা ও আশে পাশের অঞ্চলে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে।
এমন একাধিক মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, তাদের কাছে দুইশত পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধাকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেবি/ আরএইচ/