নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নওগাঁয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

নওগাঁয় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার বিকালে পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। 

এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, নওগাঁ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক এডভোকেট পীযূষ কুমার সরকারসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ,পূজা উদযাপন পরিষদের জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পূজায় করনীয় বিষয়ে আগত নেতৃবৃন্দের কাছে থেকে বিভিন্ন প্রস্তাবনার বিষয়ে শোনেন এবং পূজা সংক্রান্তে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। 

জেবি/ আরএইচ/