হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর

সাতক্ষীরায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৩২টি মোবাইল ফোন এবং ভুলবশত অন্যের বিকাশ নাম্বারে চলে যাওয়া ১ লক্ষ ৯১ হাজার টাকার মধ্যে দুই ব্যক্তির কাছ থেকে ৫৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের আয়োজনে পুলিশ লাইন্সে উদ্ধারকৃত ৩২টি মোবাইল ফোন ও বিভিন্ন সময়ে বিকাশ এজেন্টের মাধ্যমে খোয়া যাওয়া ৫৭ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান (প্রশাসন ও অর্থ) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অফস) কনক কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।  

জেবি/ আরএইচ/