ভালুকায় নারীর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহের ভালুকায় খিরু নদী থেকে ভাসমান অজ্ঞাত নারীর (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
সোমবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ শেফার্ড ডায়িং ফ্যাক্টরীর পূর্বপাশে খিরু নদী থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূুত্রে জানা যায়, সোমবার সকালে এলাকার লোকজন শেফার্ড ডায়িং ফ্যাক্টরীর পূর্ব পাশে খিরু নদীল পাড়ে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধ গলিত নারীর লাশটির গায়ে ছিলো প্রিন্টের ম্যাক্সি ও হলুদ রংয়ের সেলোয়ার।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, অজ্ঞাত ওই নারীকে হয়তো ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা হত্যা করে উজানের কোন এক স্থান থেকে নদীতে ফেলে দেয়। পরে পানির স্রোতে নদীটির ওই স্থানে গিয়ে ভেসে উঠে।
জেবি/ আরএইচ/