নাগরপুরে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নাগরপুরে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গা পূজা যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, নাগরপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন কুমার সাহা, সাধারন সম্পাদক শ্রী রাম কৃষ্ণ সাহা রামা প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, প্রতিবছর দুর্গা পূজাকে ঘিরে সারাদেশে একটি মহল সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য মন্দির ও প্রতিমা ভাংচুরের মত ঘৃণ্য কাজ করে থাকে। এসব দুস্কৃতিকারীদের প্রতিহত করতে হবে। আসন্ন দুর্গাপুজা উৎসবমুখর ভাবে উদযাপনের লক্ষে শেখ হাসিনা সরকার সকল পদক্ষেপ নিয়েছেন। প্রশাসনের পাশাপাশি প্রতিটি মন্দিরের নিজ নিজ মন্দির কমিটির নেতৃত্বে থাকা সবাইকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।  

এ বছর নাগরপুর উপজেলায় ১৩৫ টি মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের পূজা মন্ডবের সভপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

জেবি/ আরএইচ/