কুষ্টিয়ায় ছাত্রলীগের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কুষ্টিয়ায় এক ছাত্রলীগ নেত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ নিয়ে কয়েকদিন ধরে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জসহ কয়েকজন নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে সঠিক বিচারের দাবিতে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগ নেতা ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ঐ নেত্রী।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়া বড় বাজার মসজিদ গলির একটি মার্কেটের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করেছেন নারী ছাত্রলীগ নেত্রী। অপরদিকে একই সময় কুষ্টিয়ার বঙ্গবন্ধু সুপার মার্কেটে অবস্থিত জেলা আওয়ামী লীগের সভাকক্ষে সেই নারী নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন জেলা ছাত্রলীগ নেতারা।
সংবাদ সম্মেলনের সময় নারী নেত্রী জানান, আমার জীবন আজ বিপন্নের পথে। শুধুমাত্র ছাত্রলীগকে ভালোবেস এবং ছাত্রলীগের রাজনীতি করতে যেয়ে আমি নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। বাংলাদেশ ছাত্রলীগের আর্দশ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে আমি বর্তমান কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জের হাত ধরে কুষ্টিয়া জেলা ছাত্রলীগে সাধারণ কর্মী হিসেবে কাজ করা শুরু করি। তখন থেকে তার বাসায় আমাকে বিভিন্ন কারণে ডাকতো। পরবর্তীতে একদিন তার সাথে দল করতে যে কোন শর্তে রাজি হতে বলে। আমি তার প্রস্তাব এড়িয়ে যাই কিন্তু আমার এক দাদার সাথে একটি পারর্সোনাল টি-শার্ট পরা ছবি চ্যালেঞ্জ কোনভাবে হাতে পাই এবং বাসায় ডেকে ঐ ছবি দেখিয়ে ব্লাকমেইল করে আমাকে কুপ্রস্তাব দেয়।
নারী নেত্রী আরও বলেন, আমার মানহানি করে আমার জীবন নষ্ট করে দিয়েছে। আর এই সব কিছুর জন্য দায়ী চ্যালেঞ্জ ও তার সহযোগীরা। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপা আইজিপিসহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করছি। যাতে আমি স্বাভাবিক ভাবে জীবন-যাপন। করতে পারি।
এদিকে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ লিখিত বক্তব্যে বলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগ জঙ্গীবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি শক্ত অবস্থান গড়ে তুলেছে এই জেলায়। যে কারণে সংগঠনের মধ্যে ঘাপটে মেরে থাকা জনৈক একজন নারীকে পুঁজি করে তাকে দিয়ে সংগঠনের পদধারী নেতৃবৃন্দকে নানাভাবে হেনস্থা করার ষড়যন্ত্র করছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যখন ছাত্রদলের ক্যাডাররা আগ্নেয়াস্ত্রসহ পুলিশের হাতে একের পর এক আটক হচ্ছে ঠিক তখনই ছাত্রলীগকে দুর্বল করার লক্ষ্যে চক্রটি মাথাচাড়া দিয়ে উঠেছে। জেলা ছাত্রলীগের পদধারী ঐ নারী যদি তার কোন অভিযোগ থাকে তা গঠনতন্ত্র অনুযায়ী দলীয় ফেরামে উত্থাপন না করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে যাওয়া এটি দুরভিসন্ধীমূলক আচরণ ছাড়া আর কিছু নয়।
সংবাদ সম্মেলনে এ নেতা আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কুষ্টিয়া জেলা শাখার কমিটি পূর্ণাজ্ঞ করার কাজ যখন করছিলাম তখনি যাচাই-বাছাই করতে গিয়ে সেই নারী নেত্রীর বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ থেকে বিস্তর অভিযোগ পেয়েছিলাম। বিয়ে করে মামলা দিয়ে জোর করে অর্থ আদায়, অনৈতিক কাজের সাথে সম্পৃক্ততা। যার প্রেক্ষিতে প্রস্তাবিত ১৫১ সদস্য বিশিষ্ঠ জেলা কমিটিতে তার নাম দেয়নি। এতোগুলো সংগঠনবিরোধী কার্যকলাপের সাথে সম্পৃক্ততার কথা জানতে পেরে আমরা কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক তাকে ছাত্রলীগের রাজনীতি না করে অন্য কোন সংগঠন করার জন্য জানিয়েছিলাম।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন, একজন নারী নেত্রীর লিখিত অভিযোগ থেকে মামলা হয়েছে। বিষয়টি নিয়ে কুষ্টিয়া সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত করছে। তদন্তের মাধ্যমেই আইনগত ব্যাবস্থাগ্রহণ করা হবে।
জেবি/ আরএইচ/