ট্রেনে উঠতে গিয়ে বাবার সামনেই সন্তানের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৯ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২২


ট্রেনে উঠতে গিয়ে বাবার সামনেই সন্তানের মৃত্যু

নাটোরের লালপুরে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে কাটা পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আবদুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে আবদুলপুর রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে ইমতিয়াজ। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে আবদুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. জিয়াউদ্দিন বলেন, শনিবার সকাল ৭টার দিকে কমিউটার ট্রেনে ঈশ্বরদী থেকে বাবা ইসাহাক আলীকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন ইমতিয়াজ। সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি জংশন স্টেশনে পৌঁছায়। এ সময় নাস্তার জন্য স্টেশন সংলগ্ন হোটেলে যান বাবা ও ছেলে।

তিনি আরও জানান, বাবা-ছেলে নাস্তা শেষ করার আগেই ট্রেন ছেড়ে দেয়। এ সময় দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে পড়ে যান ছেলে। বাবার চোখের সামনে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

জেবি/ আরএইচ/