পোর্ট থানার যৌথ উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০২:২৪ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২২


পোর্ট থানার যৌথ উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

‘দক্ষ পুলিশ, সমৃদ্ধি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বন্দরনগরী বেনাপোলে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 

শার্শা ও বেনাপোল পোর্ট থানার যৌথ উদ্যোগে আজ শনিবার সকালে বেনাপোল পোর্ট থানার সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওপেন হাউজ ডে অনুষ্ঠানে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরানের পরিচালনায় ও শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর পুলিশ সুপার বিপিএম (বার) পিপিএম প্রলয় কুমার জোয়ারদার। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, বেনাপোল স্থলবন্দর পরিচালক মো. মনিরুজ্জামান, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া, নাভারন ডিগ্রী কলেজরবে অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল সিএন্ডএফ এর সভাপতি শামছুর রহমান, যশোর জেলা যুব মহিলালীগের সাধারন সম্পাদিকা সালমা আলম, পৌর বেনাপোল আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ও সাধারন সম্পাদক আলহাজ্ব নাসির উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদসহ সাংবাদিক, স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

জেবি/ আরএইচ/