সুন্দরবন খুলতেই জেলের জালে ১৭ কেজির কোরাল, দাম ২০ হাজার টাকা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২২ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫


সুন্দরবন খুলতেই জেলের জালে ১৭ কেজির কোরাল, দাম ২০ হাজার টাকা
ছবি: প্রতিনিধি

তিন মাসের বিরতির পর সুন্দরবনের নদ-নদী আবারো জেলেদের জন্য উন্মুক্ত হয়েছে। প্রথম রাতেই শরণখোলার জেলে মোঃ নিলু হাওলাদের জালে ধরা পড়ে ১৭ কেজি ওজনের বিশাল কোরাল মাছ।


স্থানীয়রা জানিয়েছেন, বন বিভাগের নিষেধাজ্ঞার কারণে গত তিন মাস মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরই প্রথম রাতেই এত বড় মাছ ধরা পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাছটি দেখতে ভিড় জমিয়েছিল স্থানীয় মানুষজন।


আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত যুবকদের ব্যাগ থেকে ফেন্সিডিল উদ্ধার


মাছটির বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা ধরা হয়েছে। পরে স্থানীয় ব্যবসায়ী মোঃ সেলিম খান কোরালটি কিনে নেন।


জেলে মোঃ নিলু হাওলাদার বলেন, “দীর্ঘ তিন মাস পর আবারও সুন্দরবনে মাছ ধরতে পেরেছি। প্রথম রাতেই এত বড় কোরাল পাওয়া সত্যিই আনন্দের।”


স্থানীয় জেলেরা জানান, বছরের এই সময় সুন্দরবনে বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকে। প্রথম রাতেই ১৭ কেজির কোরাল ধরা পড়ায় তারা নতুন মৌসুমকে ঘিরে দারুণ আশাবাদী।


আরএক্স/