ঘোড়ার গাড়িতে স্মরণীয় বিদায় নিলেন শিক্ষক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:০৬ পিএম, ১লা সেপ্টেম্বর ২০২৫


ঘোড়ার গাড়িতে স্মরণীয় বিদায় নিলেন শিক্ষক
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সায়েদুর রহমান সাইদকে অবসরের দিনে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে। দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনের শেষে প্রিয় শিক্ষককে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ ও গ্রামজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।


গত ৩১ আগস্ট বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবকসহ অসংখ্য মানুষ। বিদায়ী মুহূর্তে সবাই চোখের জলে তাকে শুভকামনা জানান।


আরও পড়ুন: খুলনায় রূপসা সেতুর নীচ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার


বিদ্যালয়ের শুরুর দিক থেকেই শিক্ষকতা করা সায়েদুর রহমান বলেন, “এ বিদ্যালয় আমার জীবনের অংশ হয়ে গেছে। আজকের এই বিদায় আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করেছে।”


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদাউস স্মৃতিচারণ করে জানান, “১৯৯৫ সাল থেকে তিনি শুধু সহকর্মীই নন, পথচলার সঙ্গীও ছিলেন। তার অনুপস্থিতি পূরণ করা সহজ হবে না।”


আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত যুবকদের ব্যাগ থেকে ফেন্সিডিল উদ্ধার


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, “একজন প্রকৃত শিক্ষক মানুষের হৃদয়ে কীভাবে জায়গা করে নেন, আজকের এ আয়োজন তার প্রমাণ।” 


বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট শামীমুর রহমান সবুজ জানান, “এ বিদায় প্রমাণ করে শিক্ষা ও শিক্ষকের প্রতি মানুষের ভালোবাসা এখনো অটুট।”


আরও পড়ুন: নড়াইলে শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৪


অনুষ্ঠান শেষে সহকর্মী ও শিক্ষার্থীরা ঘোড়ার গাড়িতে করে প্রিয় শিক্ষককে তার গ্রাম ছাতিয়ানতলায় পৌঁছে দেন। বিদায়ের সেই মুহূর্ত গ্রামজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে এবং শিক্ষার্থীদের অশ্রুসিক্ত আবেগে রঙিন হয়ে ওঠে সায়েদুর রহমানের অবসরযাত্রা।


এএস