সংঘর্ষে আহত হয়ে ঢামেকে ভর্তি রিভা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:১৩ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২২

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধা ৭ টার দিকে কলেজ প্রশাসন অ্যাম্বুলেন্সে করে রিভাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জনবাণী’কে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখানে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঋতু আক্তারও জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
গণমাধ্যমকে ইডেন মহিলা কলেজের শিক্ষিকা মোছা. নার্গিস আক্তার জানান, সংবাদ সম্মেলনের সময় দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. রিতু আক্তার আহত হয়। আমরা আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেবি/ আরএইচ/