জিএমপির অভিযানে ২০ আসামি গ্রেফতার
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২২

ওয়ারেন্টভুক্ত আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে
মেহেদী হাসান, বাসন(গাজীপুর) : গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছে থেকে একটি চাপাতি জব্দ করা হয়।
এছাড়াও গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ এবং বিভিন্ন থানার পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবা, ৭৫০ গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।
এছাড়াও বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেবি/ আরএইচ/