প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল বিএইচবিএফসি


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:৪৮ এএম, ২৯শে সেপ্টেম্বর ২০২২


প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করল বিএইচবিএফসি
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।

আজ বুধবার রাজধানীতে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নানের উপস্থিতিতে এসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আনুষ্ঠানের মধ্যে ছিলও সংক্ষিপ্ত আলোচনা, বিশেষ দোয়া ও মোনাজাত এবং জন্মদিনের কেক কর্তন।

প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, সকল মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপকসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

জেবি/ আরএইচ