প্রধানমন্ত্রীর জন্মদিনে ময়মনসিংহে চাল বিতরণ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৭ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ মহানগর যুবলীগের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে নগরীর রেলওয়ে চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় দুস্থদের মাঝে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পূর্ব সমাবেশে মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনূর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক রাসেল পাঠান, সদস্য জিয়াউল হক জিয়া, শাহ আলমগীর জয়, গোলাম মোস্তফা কামাল শামীম, রেদোয়ান সরকার রিফাত, শেখ মো. আল আমিন, রাজীব খান, মারুফ হোসেন মুন্না প্রমুখ।
পরে নেতাকর্মীরা বৃক্ষরোপন করেন।
জেবি/ আরএইচ/