নকলায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা, জাগ নিয়ে শঙ্কা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৫

শেরপুরের নকলায় চলতি মৌসুমে পাটের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও, জাগ দেওয়ার অভাবে কৃষকরা দুশ্চিন্তায় আছেন।
আরও পড়ুন: শেরপুরে নালায় ডুবে জমজ দুই বোনের মৃত্যু!
অনেক কৃষক জানান, বৃষ্টি বাদলের সম্ভাবনা কম দেখা দেওয়া, পাটের দরপতনের কারনে ন্যায্যমূল্য না পাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি ও এলাকার বেশিরভাগ খাল, বিল শুকিয়ে যাওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে চিন্তায় পরেছেন তারা।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর কৃষিসম্প্রসারণ অধিদপ্তর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট উন্নয়ন অধিদপ্তরের তত্বাবধানে উপজেলায় মোট ৫০৭ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। এরমধ্যে তোষা জাতের পাট ৪২০ হেক্টরে, দেশী জাতের পাট ৪৫ হেক্টর, মেস্তা জাতের পাট ২২ হেক্টর ও কেনাফ পাট ২০ হেক্টর জমিতে চাষ করেছেন কৃষক।
নিবিড় পরিচর্যা আর কৃষি অফিস কর্তৃক চাষীদের প্রশিক্ষণ ও সার্বিক পরামর্শের কারণে এবার পাটের তেমন কোনো রোগবালাই দেখা দেয়নি।
আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষি কর্মকর্তারা। তাছাড়া কৃষকরা ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও আশা করছেন তারা।
আরও পড়ুন: ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে পরিনত হবে শেরপুরে যুবনেতা সাইদুর
সরেজমিনে উপজেলার মোছারচর, বানেশ্বরদী, নারায়নখোলা, পাঠাকাটা ও ভূরদীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বাতাসের সাথে তাল মিলিয়ে দোল খাচ্ছে সবুজ পাটগাছ। বর্ষার শুরুতে বৃষ্টিতে যৌবন পাওয়া সতেজতা ছড়িয়ে চোখের সামনে তুলে ধরেছে প্রাকৃতিক মুগ্ধতা।
এসডি/