ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে পরিনত হবে শেরপুরে যুবনেতা সাইদুর

তারই ধারাবাহিকতায় শেরপুর জেলা যুবদল আগামী সমাবেশে সর্বাত্মক অগ্রণী ভূমিকা পালন করবে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রস্তুতি সভার সমন্বয়ক মো. সাইদুর রহমান বলেছেন, শত কষ্ট ও নির্যাতন সহ্য করেও শেরপুর জেলা যুবদল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সব সময় একটি সক্রিয় অবস্থানে ছিল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
সাইদুর রহমান বলেন, আগামী ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যারা মনে করে বাংলাদেশের তরুণ ও যুবসমাজ আমাদের ব্যক্তিগত সম্পদ তাদেরকে দেখিয়ে দিতে চাই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এ দেশের যুবসমাজ একত্রিত রয়েছে। তারই ধারাবাহিকতায় শেরপুর জেলা যুবদল আগামী সমাবেশে সর্বাত্মক অগ্রণী ভূমিকা পালন করবে।
শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতার সঞ্চালনায় প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল, সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন প্রমখ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এসময় জেলার বিভিন্ন উপজেলা ও শহর থেকে আগত নেতৃবৃন্দ সমাবেশ সফল করার লক্ষ্যে বক্তব্য প্রদান করেন।
এসডি/
বিজ্ঞাপন








