Logo

শেরপুরে বিএনপির ইফতার অনুষ্ঠানে নেতা-কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মার্চ, ২০২৫, ২২:৪৬
68Shares
শেরপুরে বিএনপির ইফতার অনুষ্ঠানে নেতা-কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা
ছবি: সংগৃহীত

এতে সক্রিয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ সমর্থক এবং নিম্ন আয়ের মানুষেরও অংশগ্রহণ দেখা যায়

বিজ্ঞাপন

একদিকে ধর্মীয়, অন্যদিকে রাজনৈতিক, দুই দিক থেকেই সফল। ইফতার অনুষ্ঠানের মাধ্যমে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং তাদের সক্রিয় করার মাধ্যমে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিল করেছে শেরপুর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুদানে বেশির ভাগ ইফতারের আয়োজন হয়েছে খোলা মাঠে। এতে সক্রিয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ সমর্থক এবং নিম্ন আয়ের মানুষেরও অংশগ্রহণ দেখা যায়। ফলে নেতা-কর্মীদের ঘরোয়া ইফতার অনুষ্ঠান অনেক জায়গায় গণ–ইফতারে রূপ নিতে দেখা গেছে। অবশ্য ইফতার অনুষ্ঠানকে একটি ‘সাংগঠনিক কার্যক্রম’ বলেই মনে করেন বিএনপি তৃণমূলের নেতারা।

তারা মনে করেন, রাজনীতি মানে সব সময় যে মিছিল-মিটিং তা নয়, বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কিছু অভিযোজন হয়। গণ–ইফতার একটি ভালো কর্মসূচি। এতে রাজনৈতিক বক্তব্যও এসেছে, নেতা-কর্মীরাও সক্রিয় হয়েছে। লক্ষ্য ছিল নেতা–কর্মীদের সক্রিয় করা এবং আগাম নির্বাচনী শোডাউন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন প্রত্যাশী ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও রোজার শুরু থেকে শেষ পর্যন্ত বড় বড় ইফতার মাহফিলের আয়োজনে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। প্রতিটি ইফতার অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়। সব চেয়ে বেশি ইফতার মাহফিলের আয়োজন হয়েছে শ্রীবরদী ঝিনাইগাতীতে। যার প্রতিটি ইফতারের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এছাড়াও শেরপুর সদর -১ আসনে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ইফতারের আয়োজনে ব্যস্ত ছিলেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ। নকলা নালিতাবাড়ীতে খন্ড খন্ড ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ইলিয়াস খান। 

এছাড়াও শেরপুর সরকারি কলেজ মাঠে জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সভাপতি কামরুল হাসান, শ্রীবরদীতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের, নকলা নালিতাবাড়ীতে দুলাল চৌধুরী এবং কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় অন্যান্য উপজেলা ও পৌরসভায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতেও স্বতস্ফুর্তভাবে নেতাকর্মী ও সর্বসাধারণ অংশগ্রহণ করেন। 

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD