চুরি যাওয়া মোটরসাইকেল মালিকের কাছে হস্তান্তর
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৫:০৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২২
সাদ্দাম হোসেন মুন্না, সিদ্ধিরগঞ্জ: ফতুল্লা থেকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত আবস্থায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. মাসুদ রানা।
গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে শিমরাইল মোর ডেমরা রোড রাস্তার পাশে ঢাকা মেট্রো-ল ৫০-৪৯৬৬ নাম্বারের একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে কাঁচপুরে ডাম্পিং প্রেরণ করে। পরে সার্জেন্ট মো.মাসুদ রানা বি আর টি এর মাধ্যমে মালিকের বিস্তারিত ঠিকানা নিয়ে মোটরসাইকেলের মালিককে ফোন করে নিশ্চিত করে আসতে বলেন।
মোটরসাইকেল মালিক মো. আ. রহিম দেওয়ান ফোনে বলেন, যে গত (২৬ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার শান্তিধারা ১নং রোডের ১৩ নং বাসা থেকে মোটরসাইকেল চুরি হয়ে যায়। এই বিষয়ে মোটরসাইকেলে মালিক মো.আ. রহিম দেওয়ান ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করে। পরে সার্জেন্ট মো. মাসুদ রানা মোটরসাইকেলের আসল কাগজ পত্র ও ফতুল্লা থানার জিডি কপি নিশ্চিত হয়ে মোটরসাইকেলের প্রকৃত মালিককে বুঝিয়ে দেয়।
মোটরসাইকেলের প্রকৃত মালিক সার্জেন্ট মো. মাসুদ রানার প্রশংসা করেন।
জেবি/ আরএইচ/