বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ-প্রতিকার বিষয়ক সভা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৫৯ পূর্বাহ্ন, ৩রা অক্টোবর ২০২২


বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ-প্রতিকার বিষয়ক সভা
বীরাঙ্গনাদের ব্যাপারে সক্রিয় হতে হবে। সব বীরাঙ্গনার স্বীকৃতি নিশ্চিত করতে হবে

ময়মনসিংহের ফুলপুরে বীরাঙ্গনাদের সংঘাতকালিন সময়ে যৌন সহিংসতা ক্ষতিপূরণ ও প্রতিকার বিষয়ক দিনব্যাপী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

এনজিও নারীপক্ষের আয়োজনে আজ রবিবার (২ অক্টোবর) ফুলপুর উপজেলা পরিষদ সভা কক্ষে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার।

সভায় বক্তব্য রাখেন, নারীপক্ষের সাংগঠনিক শক্তিবৃদ্ধি ও কর্মজাল প্রসার কর্মসূচির পরিচালক এ্যাড. কামরুন নাহার ও নারীপক্ষের সদস্য চ্যানেল আইয়ের সিনিয়র প্রোগ্রাম প্রডিওসার রেহেনা সামদানী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমান হক, মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ফুলপুর পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল হোসেন, সাংবাদিক মো. নুরুল আমিন, সাংবাদিক এটিএম রবিউল করিম রবি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, হরিণাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, ইসলামী ফাউন্ডেশনের আসাদুজ্জামান জলিল, ইমাম মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেশের সরকার, মুক্তিযোদ্ধা সংসদসহ সব বেসরকারি সংগঠনকে বীরাঙ্গনাদের ব্যাপারে সক্রিয় হতে হবে। সব বীরাঙ্গনার স্বীকৃতি নিশ্চিত করতে হবে। তাদের সম্মানী, নিরাপত্তা ও পরিবারকে পুনর্বাসন করতে হবে। 

জেবি/ আরএইচ/