সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৪:৪১ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২২
ইমরান খান, ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে সংখ্যালঘু পরিবারের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল এবং মারধর করে জমিতে আসলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার ভুক্তভোগী বিষ্ণু চন্দ্র বাদী হয়ে ধামরাই থানাধীন কাওয়ালিপাড়া বাজার তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গত রবিবার সকালে উপজেলার চৌহাট ইউনিয়নের চোহাট দক্ষিণপাড়া এলাকায় মারধরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিষ্ণু চন্দ্র বলেন, আমার বাবার রেখে যাওয়া ৪ শতাংশ জমিতে আমি ও আমার ভাই জয়দেব চন্দ্র ভোগদখল করে আসছি। হঠাৎ তুহিন ও তার দুই ছেলে মালেক এবং ফরহাদ তাদের সম্পত্তি দাবি করে জোরপূর্বক দখল করে। আমরা স্থানীয় চেয়ারম্যান ও সমাজের মাতাব্বর দ্বারা জমির কাগজপত্র দেখাতে বললে তারা রাজি হয়নি। থানায় অভিযোগ করলেও কোন ফল পাইনি। আমাদের জমিতে একটি আম গাছ রয়েছে। সেই আম গাছের ভেঙে যাওয়া ঢাল আনতে গেলে আমাকে মারধর করে। এবং সেই জমিতে পুনরায় আসলে আমাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।