টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, ৩০ রোহিঙ্গা উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২২


টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, ৩০ রোহিঙ্গা উদ্ধার
উদ্ধার হওয়া ৩০ রোহিঙ্গা

টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।

আজ মঙ্গলবার ভোরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে ট্রলারডুবির এঘটনা ঘটে।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

টেকনাফের শামলাপুরের স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে কয়েকজন লোক বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। এ সময় দেখা যায় তাদের ট্রলার ডুবে গেছে। পরে কোস্টগার্ডকে সংবাদ দিলে তারা বোট নিয়ে তাদের উদ্ধার করে।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার দেলোয়ার হোসেন বলেন, সকালে জেলেরা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হরমুনিয়াপাড়ায় সাগর থেকে সাঁতরে কিছু রোহিঙ্গাকে উপকূলে আসতে দেখে কোস্টগার্ডকে খবর দেন। পরে কোস্টগার্ড সদস্যরা ওই রোহিঙ্গাদের উদ্ধার করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোরে সমুদ্র পথে রোহিঙ্গারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করলে, তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এ সময় কোস্টগার্ডের সহযোগিতায় তাদের জীবিত উদ্ধার করা হয়।

জেবি/ আরএইচ/