সিদ্ধিরগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৪:৩৭ এএম, ৬ই অক্টোবর ২০২২

সাদ্দাম হোসেন মুন্না, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধীন বাড়ি থেকে রড চুরির ঘটনায় অভিযুক্তদের বিষয়টি শালিশের মাধ্যমে নিষ্পত্তি করার জেরে তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার রাতে নাসিক ৪ নং ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মো. আলী হোসেন বাদী হয়ে বুধবার ১৩ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, মো. মিলন (৩২), মো. পিয়াস (১৯), মো. নূর আলম (২০), মো. মানিক (২৩), মো. রাহাত (২২), মো. করিম (৩০), আল আমিন (১৯), হানজালা (১৯), মজিবর (২০), জনি (৩৫), নুর আলম (২০), মো. উজ্জল (৩২) ও মারুফ (৩০)।
জানা গেছে, আহতদের চিকিৎসার জন্য প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।