হবিগঞ্জে ১৭ মামলার আসামিকে গলা কেটে হত্যা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫০ পিএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

হবিগঞ্জের বাহুবলে ১৭ মামলার আসামি ডাকাত জামাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ৬ নং মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত জামাল নোয়াগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের ছুরত হাল তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেছে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, জামাল ও তার সহযোগীদের সঙ্গে একই এলাকার আরেকটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
আরও পড়ুন: ডাকসুর ২৮ পদে কারা কোনটিতে জয়ী
বুধবার ভোর রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। ভোরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ওসি আরও জানান, ডাকাতি, দস্যুতা ও চুরির অভিযোগে শুধু বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৭টি। দেশের আরও বিভিন্ন থানায়ও তার নামে মামলা থাকতে পারে।
তিনি বলেন, লাশ উদ্ধারের পর পশ্চিম জয়পুর গ্রামের টেনু মিয়ার ছেলে শিবলু মিয়াকে (১৯) হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে থাকা তার স্ত্রী জানান, বুধবার ভোর ৪টার দিকে ১০/১৫ জনের একদল লোক ঘরে প্রবেশ করে তাকেসহ ঘর থেকে বের করে নিয়ে আসে। সে তাদের কাছ থেকে ছুটে গেলেও তার স্বামীকে বাড়ি থেকে একটু দূও ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করে, এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেন।
এসএ/