সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৬ পিএম, ৩০শে আগস্ট ২০২৫

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আব্দুর রহমান (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকালে উপজেলার ডোনা সীমান্তের ১৩৩৯ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: প্রায় দেড়শ বছর ধরে হিন্দু, মুসলিম ও খ্রিস্টানদের একই স্থানে সমাধি
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহমানসহ কয়েকজন মহিষ আনতে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান।
নিহত আব্দুর রহমান কানাইঘাট উপজেলার আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের বাসিন্দা। তিনি খলিলুর রহমানের ছেলে।
আরও পড়ুন: ২০ কেজি গরুর পঁচা মাংস জব্দ
কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, বিকাল ৫টা পর্যন্ত নিহতের মরদেহ সীমান্তের জিরো পয়েন্টে পড়ে ছিল। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, এ ঘটনায় আহত হয়েছেন জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। তারা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
এএস