২০ কেজি গরুর পঁচা মাংস জব্দ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৯ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

হবিগঞ্জের বাহুবল বাজারে একতা মাংসের দোকানে অভিযান চালিয়ে গরুর পঁচা মাংস জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে মাংস বিক্রির দায়ে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড ও ফ্রিজে রক্ষিত গরুর পঁচা মাংস জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মাহবুবুল ইসলাম ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আলী আকবর খান বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে এ মাংসের দোকানে যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযোগ রয়েছে বাহুবল তালুকদার টাওয়ার সংলগ্ন ফরিদ মিয়ার মালিকানাধীন একতা মাংসের দোকানে দীর্ঘদিন ধরে রুগ্ন ও চোরাই গরু এবং ফ্রিজিং পঁচা মাংস বিক্রি করা হচ্ছে।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ
এ ব্যাপারে উপজেলা প্রশাসন কয়েকবার অভিযান পরিচালনা করে জরিমানাসহ সতর্ক করলেও ফরিদ মিয়া স্থানীয় একটি প্রভাবশালী চক্রের ছত্র-ছায়ায় অপকর্ম করে চলছে।
এমন অভিযোগের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে ২০ কেজি পঁচা মাংস জব্দ ও দোকান কর্মচারীকে ৫ হাজার টাকা জরিমানা করে দোকান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। এ সময় বাহুবল মডেল থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

মৌলভীবাজার প্রশাসনের চোখের সামনে অবাধে চলছে পলিথিনের ব্যবহার

কুলাউড়ায় ক্লাসে হঠাৎ ভেঙে পড়ল সিলিং ফ্যান, আহত ১

প্রবাসীর বাড়িতে গেইটের তালা কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ

ফের ধসে পড়ল মডেল মসজিদের ছাদ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
