প্রাথমিক শিক্ষক চাকরি না ছেড়ে বিদেশে যাওয়ায় ৪৮ জন বরখাস্ত: মৌলভীবাজারে শিক্ষক সংকট
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৩৭ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক চাকরি না ছেড়ে বিদেশে পাড়ি জমানোর অভিযোগে বরখাস্ত হয়েছেন। স্থানীয় শিক্ষা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ৪৮ জন সহকারী শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এ ছাড়াও, আরও ৩৬ শিক্ষকের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।
ঘটনার সূত্র অনুযায়ী, শিক্ষকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে কয়েক বছর ক্লাস নেওয়ার পর হঠাৎ অনুপস্থিত হয়ে বিদেশ চলে যান। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক-ছাত্র অনুপাত কমে যাচ্ছে এবং পাঠদান ব্যাহত হচ্ছে। স্থানীয় অভিভাবকরা জানিয়েছেন, শিক্ষকরা নিয়মিত না আসার কারণে শিক্ষা কার্যক্রমে বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় যুবদল নেতাকে জবাই করে হত্যা
মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা সফিউল আলম জানান, যারা বিদেশে গেছেন, তাদের মধ্যে অনেকেই নারী। তিনি বলেন, “যোগদান করার পর চলতি বছরের আগস্ট পর্যন্ত ২৯ জনকে পলায়নের অভিযোগে বরখাস্ত করেছি। এছাড়া চারজনকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে। যারা চাকরিচ্যুত হয়েছেন, তারা আর চাকরিতে ফিরতে পারবে না।”
বিশেষ করে সদর উপজেলার আগনসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্যামলী খানম, সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাহমিদা ইসলাম, কমলগঞ্জের কাউয়ারগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমরজিৎ স্বর্ণকার, সতিঝিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নোভা নাওয়ার ও রাজনগরের চাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাবেরী রানী দেব এই কাণ্ডে যুক্ত রয়েছেন।
শিক্ষকেরা বিভিন্ন কারণ দেখিয়ে প্রথমে ছুটি নেন, পরে বিদেশে চলে যান। এই প্রবণতা ২০২৩ সাল থেকে বাড়তে শুরু করেছে। এতে জেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে গুরুতর শিক্ষক সংকট দেখা দিয়েছে।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

প্রবাসীর বাড়িতে গেইটের তালা কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ

ফের ধসে পড়ল মডেল মসজিদের ছাদ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের মুহাম্মদ জাবের

হবিগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল বাস-অটোরিকশা, আহত ৬
