ফের ধসে পড়ল মডেল মসজিদের ছাদ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২৩শে আগস্ট ২০২৫


ফের ধসে পড়ল মডেল মসজিদের ছাদ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে নির্মাণাধীন মডেল মসজিদের ছাদ আবারও ধসে পড়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত ৬ আগস্ট একই মসজিদের ছাদ ধসে পড়েছিল। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এ দুর্ঘটনা বারবার ঘটছে।


জানা গেছে, সারা দেশে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা-উপজেলায় মসজিদ নির্মাণ শেষ হলেও প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং উপজেলার এই মসজিদটির কাজ এখনো শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান এসএসএল এন্ড আলী (জেভি) কাজটি সম্পন্ন করছে, যা চলতি বছরের ডিসেম্বরে শেষ করার কথা রয়েছে।


আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক চাকরি না ছেড়ে বিদেশে যাওয়ায় ৪৮ জন বরখাস্ত: মৌলভীবাজারে শিক্ষক সংকট


প্রকল্প ইঞ্জিনিয়ার নিপেন বাবু বলেন, "বারবার কেন ছাদ ধসে যাচ্ছে বুঝতে পারছি না। এতে আমাদেরও ক্ষতি হচ্ছে।" তবে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি।


বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা প্রয়োজন। ইতোমধ্যেই জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে, পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আরও পড়ুন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের মুহাম্মদ জাবের


এলাকাবাসীর দাবি, বারবার ছাদ ধসে পড়ার ঘটনায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ মিলে। দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সময়ের মধ্যে মসজিদ নির্মাণ সম্পন্ন করার জোর দাবি জানান তারা।


এএস