প্রবাসীর বাড়িতে গেইটের তালা কেটে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটের অভিযোগ
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২৬ পিএম, ২৩শে আগস্ট ২০২৫

হবিগঞ্জের বাহুবলে প্রবাসীর বাড়িতে কেচিগেইটের তালা কেটে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার লামাতাসি ইউনিয়নের পূর্ব দ্বিমুড়া গ্রামের দুবাই প্রবাসী সাজিদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় প্রবাসীর পরিবার পরিজন অন্যত্র আত্মীয়ের বাড়ি বিয়েতে ছিলেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় যুবদল নেতাকে জবাই করে হত্যা
প্রবাসী সাজিদ মিয়ার স্ত্রী নাজমা আক্তার জানান, আগের দিন শুক্রবার (২১ আগস্ট) তিনি ঘরের কেচি গেইটে তালা দিয়ে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে বাড়িতে এসে গেইটের ভিতরে তালা লাগানো এবং বারান্দায় তিনটি তালা কাটা অবস্থায় দেখতে পান। তার কান্নাকাটি শোনে আশপাশের লোকজনও ছুটে আসেন। ঘরের ভিতর প্রবেশ করে প্রবাসীর স্বজনরা কাপড়সহ সবকিছু এলোমেলো দেখেন।
নাজমা আক্তার বলেন, তার ওয়ারড্রপে রক্ষিত তিনভরি স্বর্ণালংকার ও নগদ ৯৫ হাজার টাকা ও ট্যাব নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ফের ধসে পড়ল মডেল মসজিদের ছাদ, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

প্রাথমিক শিক্ষক চাকরি না ছেড়ে বিদেশে যাওয়ায় ৪৮ জন বরখাস্ত: মৌলভীবাজারে শিক্ষক সংকট

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের মুহাম্মদ জাবের

হবিগঞ্জে সিএনজি স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল বাস-অটোরিকশা, আহত ৬
