সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. সারওয়ার আলম


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫০ পিএম, ২১শে আগস্ট ২০২৫


সিলেটে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মো. সারওয়ার আলম
ছবি: সংগৃহীত

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম। 


বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে এসে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন।


আরও পড়ুন: সিলেটে অবৈধ পাথর উত্তোলনে বড় অভিযান, ৭০ ট্রাক জব্দ


দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।


প্রসঙ্গত, সম্প্রতি আলোচিত পাথরকাণ্ডের পর সরকার সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে প্রত্যাহার করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে। 


আরও পড়ুন: চুরি হওয়া সাদাপাথর আগের জায়গায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত: জেলা প্রশাসন


তার স্থলাভিষিক্ত হয়ে র‌্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা মো. সারওয়ার আলম সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান।


আরএক্স/