বুয়েটে ডিজিটাল অন্তর্ভুক্তি শীর্ষক হাইব্রিড সেমিনার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৯ পূর্বাহ্ন, ১৭ই অক্টোবর ২০২২


বুয়েটে ডিজিটাল অন্তর্ভুক্তি শীর্ষক হাইব্রিড সেমিনার
ছবি: জনবাণী

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল অন্তর্ভুক্তি নিয়ে সচেতনতা তৈরির জন্য যৌথভাবে বুয়েটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউট এবং আইসিটি বিভাগের সহযোগিতায় ডিজিটাল অন্তর্ভুক্তি শীর্ষক হাইব্রিড সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


গত ১০ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ সেমিনারের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বুয়েটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. রুবাইয়াত হোসেন মন্ডল। 


সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এটুআই প্রোগ্রামের পরামর্শক ভাস্কর ভট্টাচার্য। 


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুফতি মাহমুদ, প্রফেসর ডা. মো. লিয়াকত আলী, ড. হোসেন আসিফুল মুস্তাফা, সহযোগী অধ্যাপক, এবং ড. মো. জারেজ মিয়া, সহকারী অধ্যাপক আইআইসিটি, বুয়েট এবং মানিক মাহমুদ। 


সেমিনারটি সফলভাবে আয়োজনে কাজ করেন বুয়েটের আইসিটির শিক্ষার্থী ও ডাইভারসএশিয়া প্রকল্পের রিসার্চ সহকারী শাফাক শাহরিয়ার সজল এবং এটুআই প্রোগ্রামের তরুণ উদ্যোক্তা এম এম তারিকুল হক।

জেবি/ আরএইচ/