আরটিআরআই কোম্পানিতে চাকরির সুযোগ


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:৫৯ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২


আরটিআরআই কোম্পানিতে চাকরির সুযোগ
ছবি: ইন্টারনেট

আরটিআরআই বিজনেস কনসালটেন্ট লিমিটেড (আরবিসিএল) তাদের কোম্পানিতে  প্রতি থানা/উপজেলায় জনবল ও ডিলার নিয়োগ দিচ্ছে। 


পদের নাম:  


ডিসট্রিক্ট বিজনেস প্রমোটর 


বেতন:  ২০, ০০০ টাকা।


যোগ্যতা:


বয়স ১৮-৪০ বছর।


শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচ এস সি/ সমমান।


যে কোন মার্কেটিং পেশায় নূন্যতম ২বছরের বাস্তব অভিজ্ঞতা।



প্রতি উপজেলায় একজন করে আরপিএম (ডিলার) নিয়োগ দেওয়া হচ্ছে। ডিলারদের জন্য রয়েছে আকর্ষণীয় কমিশন।


আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।


সিভি পাঠানোর ঠিকানা- 


E-mail: rtribusinessconsultantltd@gmail.com


মোবাইল- 01617891627


অফিস


৪৮/১, ইউসুফ ম্যানশন,৭ম তলা, 


মতিঝিল বা/এ, ঢাকা।


জেবি/ আরএইচ/