কখন নামতে হবে শুধু নির্দেশ দিবেন: শামীম ওসমান


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৬:৫৭ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২২


কখন নামতে হবে শুধু নির্দেশ দিবেন: শামীম ওসমান
ছবি: জনবাণী

নাদিম হোসেন নারায়ণগঞ্জ: কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, কখন নামতে হবে আমাদের নির্দেশ দেবেন। নারায়ণগঞ্জবাসী আপনাদের নির্দেশের অপেক্ষায় আছে।


আজ রোববার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।


শামীম ওসমান বলেন, কেন্দ্রীয় নেতাদের একটা কথা বলতে চাই- আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমি নারায়ণগঞ্জের সাধারণ মানুষ হিসেবে বলতে চাই- জাতির পিতার কন্যা শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ভাই, নারায়ণগঞ্জের যতো উন্নয়ন তার বেশির ভাগেরই দাবিদার তারা। শেখ হাসিনা বলেছেন, ‘বায়তুল আমান ছিল আওয়ামী লীগের ঘাঁটি’। আমার বাবা ও ভাইয়ের অবদানের কথাও তিনি বলেছেন। আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। একটা জিনিস খারাপ লেগেছে। তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিলো’।


তিনি বলেন, মানুষ তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন চায়। চন্দন শীল চেয়ারম্যান হওয়ায় সকলে খুশি হয়েছেন। কারণ তিনি তৃণমূলের কর্মী। গত কমিটিতে এমন লোকও ছিলো যাদের আমি নিজেও চিনি না। শকুনরা মানচিত্রে থাবা দেবে। তাই শেখ হাসিনাকে শক্তিশালী করতে তৃণমূলের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠন করতে হবে।

জেবি/ আরএইচ/