সুস্থ থাকতে দই খাবেন নিয়মিত


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:২৮ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২


সুস্থ থাকতে দই খাবেন নিয়মিত
ছবি: ইন্টারনেট

গরম মানেই ঘেমে একাকার, পানির পিপাসা, খাবারে অরুচি আর ক্লান্তি। গরমে অন্তত আপনার পেটকে ঠান্ডা রাখতে পারে দই। 


আসুন জেনে নেওয়া যাক দই খাওয়ার উপকারিতা-


দইয়ের ল্যাক্টোব্যাসিলাস ভালো ব্যাক্টেরিয়াকে উদ্দীপিত করে। তাই অ্যান্টিবায়োটিক খেলে ডায়েটে দই রাখুন। দই খেলে পেট পরিষ্কার থাকে।


দইয়ের ক্যালসিয়াম কোলনের কোষগুলো অস্বাভাবিক বৃদ্ধি রোধ করে, অন্ত্রেও উপকারী ব্যাক্টেরিয়া নিঃসরণ করে। কোলাইটিস রোগে দই ওষুধ হিসেবে কাজ করে। দইয়ের ব্যাক্টেরিয়া শরীরে ক্যালসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স অ্যাবজর্ব করতে সাহায্য করে।


ভিটামিন বি-১২ রক্তকোষের গঠনে সাহায্য করে। দই এই ভিটামিন তৈরিতে সাহায্য করে। যারা আমিষ খান তারা খাবারের মাধ্যমে সহজেই এই ভিটামিন পান নিরামিষভোজীরা দইয়ের মাধ্যমে এই ভিটামিন পেতে পারেন।


দই রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। হাইড্রোলিক অ্যাসিড, পেপসিন ও রেনিন নিঃসরণ করে দই পেটের গ্যাস কমায়। ডায়রিয়া ও কনস্টিপেশনের সমস্যা কমায়। সালাড, স্যান্ডউইচে মেনোনিজের বদলে দই ব্যবহার করুন দইয়ে ক্যালোরি, ফ্যাট, কোলেরস্টরল কম। তাই গরমে খেতে পারেন দইয়ের ঘোল, রায়তা। প্রতিদিন ডায়েটে কিছুটা খেলে প্রেমাচিওর এজিং, জন্ডিস, হেপাটাইটিস প্রতিরোধ করে। 


তথ্যসূত্র: ইন্টারনেট