মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণার বিধান চেয়ে রিট


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৪২ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২


মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণার বিধান চেয়ে রিট
ফাইল ছবি

মিছিল, মিটিং, সভা-সমাবেশ বা পুলিশের আইন বিধিমালা-২৯ (অ্যাক্ট) চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে পুলিশের আইন বিধিমালা-২৯ কে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে অবৈধ ঘোষণা করার নির্দেশনা চাওয়া হয়েছে বলে জানা গেছে।


গত রোববার (২৩ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মোমেন চৌধুরী। 


রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।


আজ বুধবার (২৬ অক্টোবর) রিটকারী আইনজীবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।


তিনি আরও জানান, পুলিশ আইনের ধারা ২৯-এ বলা হয়েছে, ‘জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করবেন এবং যতদিনের প্রয়োজন বিবেচনা করবেন লিখিত আদেশ দ্বারা কোনো জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করতে পারবেন। 

জেবি/ আরএইচ/