বাঁচতে চায় বর্ষা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৫ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২২
পঞ্চগড়ের পুরাতন ক্যাম্প এলাকার মো. বাহাদুরের ১৩ মাস বয়সি মেয়ে বর্ষা জন্ম থেকেই পেটে টিউমারে আক্রান্ত। ব্যথায় কাঁতর শিশুটি। তার বাবা রিক্সা চালক। ভাড়া বাসায় কোন মতে দিন পার করছেন।
চিকিৎসক বলেছেন ঢাকার পিজি হাসপাতালে অপারেশন করতে হবে। অনেক টাকার দরকার। তার মা, বাবা, ফুপু সহ অনেকেই রাস্তায় সকলের সহযোগীতা চাচ্ছেন। শিশুটির চিকিৎসার জন্য তার বাবা দেশবাসীর সহযোগিতা প্রার্থনা করেছেন।
সোনালী ব্যাংকে বর্ষার মায়ের একাউন্ট রয়েছে। একাউন্ট নম্বর ১৯১২৫০১০২৩৪২২। মোবাইল ০১৩২২৬৯৮৮৯৭ ।