ঘোড়াঘাটে দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শনে অতিরিক্ত সচিব
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৪ পিএম, ২২শে আগস্ট ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পাস্তুরিত তরল দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মন্ডল ডেইরি ফার্ম ও ডেইরি হাবের কার্যক্রম পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ইমাম উদ্দীন কবীর।
আরও পড়ুন: সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে ঘোড়াঘাট পৌর এলাকার সিপি রোড মুন্সিপাড়ায় উদ্যোক্তা কৌশিক মন্ডলের ফ্যাক্টরির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে তিনি উপাদিত বিভিন্ন দুগ্ধজাত পণ্যের গুণগত মানের প্রশংসা করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী অফিসার মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সনাজমুল হক প্রমূখ।
এসএ/