গণসমাবেশে লাঠি হাতে নিয়ে এসেছেন নেতা-কর্মীরা
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:০৫ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২২
স্লোগানে মুখরিত রংপুর শহর। বিভিন্ন জায়গা থেকে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতা-কর্মীরা। কারো হাতে বাঁশের লাঠি, কারো হাতে লাঠির সঙ্গে বাঁধা পতাকা। আবার কেউ ধানের শীষ নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন।
আজ শনিবার (২৯ অক্টোবর) গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা রংপুর কালেক্টরেট মাঠে গণসমাবেশ শুরু হয়। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন জেলা-উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা।
রংপুর শহরের জাহাজ কোম্পানির মোড়, টার্মিনাল মোড়, মেডিকেল মোড়, চেকপোস্ট ও পায়রা ও শাপলা চত্বর মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সব বাধা উপেক্ষা করে স্লোগানে স্লোগানে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা।
এদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার নুরে আলম মিনা বলেন, বিএনপির নেতা-কর্মীদের আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অনুমতি দিয়েছি। সমাবেশ ঘিরে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে, সেজন্য কয়েক দফায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
জেবি/ আরএইচ/