মুরাদনগরে আগুনে ঘর পুড়ে সর্বশান্ত মাহাবুলের পরিবার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:২৮ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২২


মুরাদনগরে আগুনে ঘর পুড়ে সর্বশান্ত মাহাবুলের পরিবার
ছবি: জনবাণী

কুমিল্লার মুরাদনগরে বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। পরিবার ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি  হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।


 শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত-রাত প্রায় একটায় উপজেলার বাঙ্গরা বাজার থানার বড়পুকুরিয়া  গ্রামে নজরুল ইসলাম (দুলাল)  মেম্বারের বাড়ীর মৃত জলিল মিয়ার ছেলে মাহাবুলের ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে  এলাকাবাসীরা দের ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 


স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম ( দুলাল) জানান,রাত্র প্রায় একটা,চিৎকার  শুনে এসে দেখি পুরো ঘরে আগুন, পরে মসজিদের মাইকে আগুনের কথা শুনে এলাকা বাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তাই পাশের ঘরগুলি রক্ষাপেল। নতুবা পুরো মোহল্লা পুড়ে ছাই হয়তো। এ পরিবারের সকল কিছু পুড়ে ছাই হয়ে গেছে।


 ক্ষতিগ্রস্থ ওয়াজ, মাহাবুলের স্ত্রী বলেন,আমাদের পরিবার গুলোর সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। দুটি ছেলে একটা মেয়ে নিয়ে কি ভাবে বাঁচবো, আল্লাহ ভালো জানেন, ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান তুহিন বলেন, এ ঘটনাটি শুনার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিবারটিকে দেখে আসলাম, পরিবারটি এখন নিশ্ব ও অসহায় , উপজেলায় এ বিষয়ে আলাপ করে দেখি কি করা যায় উপজেলা নিবার্হী কর্মকর্তা আলা উদ্দিন ভূইয়া জনি মঠো ফোনে  দৈনিক জনবাণী কে জানান, অগ্নিকান্ডের খবর পেয়েছি।  ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগীতা করা হবে।


আরএক্স/