যশোরে বিজিবির অভিযানে ১৭ পিচ স্বর্ণেরবারসহ আটক ১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৮ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

যশোর মহাসড়কের দারাজহাট এলাকায় হাসান ফিলিং স্টেশনের সামনে বিজিবির অভিযানে প্রায় ২ কেজি (১.৯৩৪ কেজি) ওজনের ১৭ টি স্বর্ণেরবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার সময় যশোরের কোতয়ালী থানাধীন নড়াইল-যশোর মহাসড়কের দারাজহাট এলাকায় হাসান ফিলিং স্টেশনের সামনের বিজিবি অভিযান পরিচালনা করে ১৭ পিচ স্বর্ণেরবারসহ একজনকে আটক করা হয়।
আটক আসামি হলেন- ফরিদপুর জেলার জয়পাশা উপজেলার বোয়ালমারী থানার ধুলজোড়া গ্রামের অখিল সরকারের ছেলে সঞ্জয় সরকার (৩৭)।
আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরও জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় গমন করছিল।
আরও পড়ুন: চার দাবিতে ইডেন কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৩,০৮,৩১,৮২৮/- (তিন কোটি আট লক্ষ একত্রিশ হাজার আটশত আঠাশ) টাকা ও ১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং নগদ ২,২৮৪/- টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩,০৮,৫৪,১১২/- (তিন কোটি আট লক্ষ চুয়ান্ন হাজার একশত বারো) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘ দিন ধরে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
এসএ/