চাচার দা এর কোপে ৪ বছরের ভাতিজির মৃত্যু


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৮ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫


চাচার দা এর কোপে ৪ বছরের ভাতিজির মৃত্যু
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে মাদকাসক্ত চাচার দা’র কোপে খুন হয়েছে মাত্র চার বছরের এক শিশু ভাতিজি। হৃদয়বিদারক এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।


‎স্থানীয় সূত্র জানায়, বুধবার (১০ সেপ্টেম্বর) মাগরিবের পর দীনমজুর নুরুল আজিমের মেয়ে রাইসা মনি রাহী (৪) বাড়ির ভেতরে খেলা করছিল। এসময় তার চাচা নুরুল হাকিম (২২) হঠাৎ দা দিয়ে শিশুটির মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত রাহিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


‎পরিবারের অভিযোগ, নুরুল হাকিম দীর্ঘদিন ধরে ইয়াবাসহ নানা মাদকে আসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই সে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করত। ঘটনার দিনও নেশার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নিজের ভাতিজিকেই হত্যা করে বলে দাবি করেছে পরিবার।


আরও পড়ুন: বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা


‎খবর পেয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ এসআই খোরশেদ আলম ও এএসআই শামসুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার পরপরই ঘাতক চাচা পালিয়ে যায়, পরে তাকে এলাকাবাসীর সহায়তায় গ্রেপ্তার করা হয়। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।


‎ঘটনা প্রসঙ্গে ঈদগড় জামায়াত নেতা বনী আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঈদগড়ে হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে। প্রশাসনের উচিত মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া। না হলে এ ধরনের হত্যাকাণ্ড আরও বাড়বে।”


‎একটি নিষ্পাপ শিশুর প্রাণ কেড়ে নেওয়া এ নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় নেমে এসেছে শোকের মাতম। একইসঙ্গে প্রশাসনের মাদকবিরোধী উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।


‎রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ফরিদ উদ্দিন জানান, ঘাতক নুরুল হাকিমকে আটক পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। 


এসএ/