বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় ছেলেকে হত্যা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৪ এএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে তোলার জেরে সৌদিপ্রবাসী বাবার হাতে মোহাম্মদ শাহেদ (২৪) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে তাদের নিজ বাড়িতে ভয়াবহ এই ঘটনা ঘটে। নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ও মায়নী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের নুরুজ্জামানের ছেলে।
আরও পড়ুন: ডাকসুতে ছাত্রদলকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার ঘটনায় ওসি প্রত্যাহার
নিহত শাহেদের মা কামরুজ্জাহান বলেন, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে আমার সংসার ছিল। শাহেদের বাবা সৌদিপ্রবাসী। কিছুদিন আগে তিনি বাড়িতে এসেছেন। ১৫ বছর ধরে তিনি আমাদের মানসিক নির্যাতন করেছেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে এনেছেন তিনি।
এর জেরে আমাদের সঙ্গে ঝগড়া-বিবাদ চলছিল। বিকেল চারটায় আমরা মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেছি। এরপর সন্ধ্যা সাতটার দিকে ছেলের সঙ্গে বাবার কথা-কাটাকাটির সময় এ ঘটনা ঘটে। এ সময় তার (বাবা) হাতে থাকা ছুরি দিয়ে আমার ছেলের বুকে সজোর আঘাত করলে ঘটনাস্থলেই ছেলেটা লুটিয়ে পড়ে। আমার ছেলের হত্যার বিচার চাই।
আরও পড়ুন: চাঁদপুরে সাড়ে ৯০০ পিস ইয়াবাসহ ইউপি সদস্যের স্ত্রী আটক
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আর্য রাজ দত্ত বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বুকের ডান পাশে ছুরিকাহত এক যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মনে হচ্ছে, মৃত্যু হয় অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে। লাশ পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পুলিশ একটি দল গঠন করে বাবাকে গ্রেফতার করার চেষ্টা করছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।
এমএল/