কক্সবাজার সমুদ্রে মুশফিকুর রহিমের ভাতিজার মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৪ পিএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া জুহায়ের আয়মান আহনাফের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আহনাফ জাতীয় ক্রিকেট দলের সদস্য মুশফিকুর রহিমের ভাতিজা।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের তথ্য অনুযায়ী, সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টায় সমিতিপাড়া সংলগ্ন সৈকত থেকে মরদেহ উদ্ধার করা হয়। আহনাফ বগুড়া পৌরসভার কাটনারপাড়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
আরও পড়ুন: মাদ্রাসার সামনে অশোভন অঙ্গভঙ্গি, হাটহাজারীতে উত্তেজনা
পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান জানান, রবিবার দুপুরে তিন কলেজ শিক্ষার্থী লাবণী পয়েন্টে গোসলে নামার সময় ঢেউয়ের ধাক্কায় তিনজন সাগরে পড়ে যান। লাইফগার্ডদের উদ্ধার অভিযানেই দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু আহনাফ নিখোঁজ ছিলেন। ফায়ার সার্ভিস ও লাইফগার্ডদের সারারাত তল্লাশির পর ভোরে মরদেহ পাওয়া যায়।
আহনাফের মামা মোহাম্মদ মোজাহিদুর রহিম জানান, পরিবারের পক্ষ থেকে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় নিয়ে যাওয়া হবে।
সি সেইফ লাইফগার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমদ বলেন, লাবণী পয়েন্টের ওই স্থানে আগে থেকেই লাল পতাকা দিয়ে বিপজ্জনক স্থান চিহ্নিত করা ছিল। তাই সৈকতে নেমে গোসলে যাওয়ার আগে লাইফগার্ডদের সতর্কতা মেনে চলা জরুরি।
আরও পড়ুন: মাদ্রাসার সামনে অশোভন অঙ্গভঙ্গি, হাটহাজারীতে উত্তেজনা
প্রসঙ্গত, গত এক বছরে কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক। এই সময়ে ৭৮ জনকে নিরাপদে উদ্ধার করেছে লাইফগার্ড।
আরএক্স/