প্রধান বিচারপতিও আদালত অবমাননার ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৮ পিএম, ৬ই সেপ্টেম্বর ২০২৫

প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।
শনিবার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবী সমিতিতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে চালক আটক
অ্যাটর্নি জেনারেল বলেন, আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননা হতে পারে, তবে বিচারকদের বিরুদ্ধেও একই নীতি প্রযোজ্য।
তিনি জানান, প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের সময় তিনি সরাসরি বলেছিলেন- দেশের প্রায় ৮০ হাজার আইনজীবী আদালতের কর্মকর্তা। তাই যেন কোনো বিচারক আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার না করেন, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তিনি প্রধান বিচারপতিকে স্মরণ করিয়ে দেন যে, “আপনিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন।”
আরও পড়ুন: চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ নিহত, আহত ৬
তিনি আরও বলেন, কোনো বিচারকের আচরণে যদি এমন ধারণা তৈরি হয় যে আদালতে ন্যায়বিচার পাওয়া যাবে না বা আদালত মানুষের ওপর অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, তবে তা আদালতের প্রতি আস্থা কমিয়ে দেয়। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করলে সংশ্লিষ্ট বিচারকই আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমির হোসাইন বুলবুল।
আরও পড়ুন: চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট মাইন উদ্দীন খসরু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ইসহাক খন্দকারসহ স্থানীয় রাজনৈতিক ও আইনজীবী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এএস